বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভোগান্তির শেষ নেই ৩ কিলোমিটারে

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভোগান্তির শেষ নেই ৩ কিলোমিটারে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শিমুলতলা পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা হাজারো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে হাঁটুকাদা হয়। তখন যানবাহন চলাচল দূরের কথা, হাঁটাও মুশকিল হয়ে পড়ে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হীরারামপুর, বড়কান্দা, খৈলাকুড়ি, পালইকান্দা, হাতিমারাসহ অন্তত ১০ গ্রামের মানুষকে প্রতিদিন সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর যাতায়াতেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। সামান্য বৃষ্টি হলে মালামাল ও যাত্রী নিয়ে ভ্যান, ঠেলাগাড়ি, ট্রলি, কিংবা অটোরিকশাও যেতে পারে না। চলতি বর্ষা মৌসুমে রাস্তার দুই পাশের বিভিন্ন স্থানে হয়েছে বড় বড় গর্ত। হীরারামপুর মুন্সিবাড়ির ইমরান হাসান জীবন বলেন, ‘রাস্তাটি পাকা করার জন্য বিভিন্ন সময় স্থানীয় এমপির কাছে আবেদন-নিবেদন করা হয়েছে। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ ইউপি চেয়ারম্যান মাঝে মাঝে বরাদ্দ দিয়ে রাস্তাটি কোনোভাবে সচল রেখেছেন বলে জানান তিনি। গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ বলেন, ‘রাস্তাটি জরুরি ভিত্তিতে পাকা করা দরকার। আমি নিজেও চেষ্টা করছি। এমপি মহোদয় দেব দেব বলছেন। কিছুদিন আগে বালির বস্তা ফেলে রাস্তাটি বাঁধা হয়েছিল। বৃষ্টিতে ভেঙে গেছে। পরিষদের বরাদ্দ দিয়েই প্রথমে প্যালাসাইড এবং পরে রাস্তার কাজ শুরু করা হবে।’ প্যালাসাইড না করলে রাস্তাটি টেকানো যাবে না জানান তিনি।

সর্বশেষ খবর