বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কারফিউ শিথিলে প্রাণ ফেরে নগরীতে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। এদিন সকাল ১০টার পর থেকেই নগরীর দোকানপাট খোলা শুরু হয়। প্রতিটি সড়কে লোক সমাগম ও যানবাহন চলাচল বাড়ে। অটোরিকশা এবং ইজিবাইকসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কিছু বাস-মিনিবাস চলেছে। কারফিউ জারির পর গতকাল ৭ ঘণ্টার শিথিলতায় প্রাণ ফেরে বরিশাল নগরীসহ জেলার বাসিন্দাদের মধ্যে। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অভ্যন্তরীণ ও ঢাকা রুটে কিছু বাস চলাচল করেছে। তবে বিআরটিসি ডিপো থেকে ২২টি রুটে চলাচলকারী কোনো বাস ছাড়েনি।  বেলা ১১টা থেকে বরিশালের প্রায় সব সড়ক এবং মার্কেটের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা দেখা গেছে। মানুষের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। নথুল্লাবাদ বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর দে জানান, ঢাকাসহ কয়েকটি জেলায় দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। ওই সময়ের মধ্যে পৌঁছাতে পারবে এমন কয়েকটি বাস ছেড়ে গেছে। ২১ জুলাই থেকে বরিশালসহ বাংলাদেশের নৌপরিবহন ব্যবস্থাও বন্ধ আছে। ঢাকাগামী অনেক যাত্রী এসে আবার হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আটকে আছেন লঞ্চঘাট সংলগ্ন আবাসিক হোটেলে। বরিশাল নৌবন্দরের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, কারফিউ সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে। এটা সরকারি নির্দেশ।

সর্বশেষ খবর