বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সোনামসজিদ বন্দরে কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল সকাল থেকে শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, সকাল থেকেই ম্যানুয়াল পদ্ধতিতে বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ট্রাক পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বন্দর ছেড়েছে।

কারফিউর চতুর্থ দিন গতকাল চাঁপাইনবাবগঞ্জে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। অনেক দোকানপাট খোলা দেখা গেছে। জেলার বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নিয়ে ছোট ছোট যানবাহনে তল্লাশি করছেন। চাঁপাইনবাবগঞ্জে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত বিরতি দিয়ে কারফিউ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। তবে দিনের বেলায় জেলার নাচোল ও ভোলাহাটে ১৪৪ ধারা জারি এবং রাতে ওই দুই উপজেলায় কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সর্বশেষ খবর