শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চুরির অপবাদে গাছে বেঁধে শিশু নির্যাতন

পিরোজপুর প্রতিনিধি

চুরির অপবাদে গাছে বেঁধে শিশু নির্যাতন

পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদে সিয়াম (১১) নামে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফিরোজা বেগম (৫৫) ও তার মেয়ে লাবণীকে (২৬) আটক করেছে। ফিরোজা কালিকাঠি গ্রামের মন্নান মল্লিকের স্ত্রী। নির্যাতনের ঘটনাটি ঘটে গতকাল অভিযুক্তদের বাড়িতে। সিয়ামের ফুপু কুরছিয়া বেগম জানান, সকালে তিনি খবর পান তার ভাইপোকে ফিরোজা ও লাবণী বাড়ি থেকে ধরে নিয়ে বেঁধে মারধর করছে। তার সামনেই সিয়ামকে বেধড়ক পেটানো হয়। তাকেও (ফুপু) ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। স্থানীয় রুবেল ব্যাপারী জানান, শিশুর চিৎকার শুনে ওই বাড়িতে যান তিনি। গিয়ে দেখেন শিশুটিকে সুপারি গাছে বেঁধে মারধর করা হচ্ছে। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিয়াম জানায়, সে কবুতর চুরি করেনি বলার পরও তাকে তারা মেরেছে। অভিযুক্ত দুই নারী জানান, সিয়াম তাদের ২০টি কবুতর চুরি করেছে। তাকে মারধর করা হয়নি। শুধু বেঁধে রাখা হয়েছে। চিকিৎসক জিনাত তাসনিম জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে। ওসি শাহ আলম জানান, পুলিশ গাছে বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। তাকে মারধরের অভিযোগে মা ও মেয়েকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর