শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পথের পাশে উন্মুক্ত পাঠাগার

কুমিল্লা প্রতিনিধি

পথের পাশে উন্মুক্ত পাঠাগার

‘বই দিন বই নিন’ এই স্লোগানে কুমিল্লা নগরীতে পথের পাশে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। নগরীর বজ্রপুরে সম্প্রতি এ পাঠাগার উদ্বোধন করা হয়। পথের পাশে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেন আলোকিত বজ্রপুর নামে একটি সামাজিক সংগঠন। উদ্বোধনকালে সংগঠনের তরুণ ও কিশোর সদস্যদের মধ্যে ইতিহাস বই ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। জানা যায়, কুমিল্লা নগরীতে সেলুন, বাস টার্মিনাল ও হাসপাতালের রোগীর অপেক্ষার স্থানে পাঠাগার স্থাপন করা হয়েছে আগেই। এবার কুমিল্লা ইউসুফ হাইস্কুল সড়কের একটি বহতল ভবনের নিচে উন্মুক্ত পাঠাগার স্থাপন করল আলোকিত বজ্রপুর। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন আলোকিত বজ্রপুরের প্রধান সমন্বয়কারী পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী, কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগারের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, ইতিহাসবিদ ও গবেষক আহসানুল কবীর প্রমুখ। মাসুদ রানা চৌধুরী বলেন, আমরা পাঠাগারকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। পাঠক হাত বাড়ালেই যেন বই পায়। তারা নিজে বই নিয়ে পড়বেন, সুযোগ থাকলে নিজের বাসার একটি বই রেখে যাবেন।

সর্বশেষ খবর