শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গ্রেপ্তার আতঙ্কে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা

কুমিল্লা প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় কুমিল্লায় আট মামলায় ৮ হাজার আসামি করা হয়েছে। পাঁচ দিনে এ মামলায় ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। সূত্র জনায়, সদর দক্ষিণ মডেল থানায় তিনটি, কোতোয়ালি মডেল থানায় দুটি, দাউদকান্দি থানায় দুটি এবং বুড়িচং থানায় হয়েছে একটি মামলা। ছয়টি মামলার বাদী পুলিশ। কোতোয়ালি মডেল থানায় রাজনৈতিক নেতারা বাদী হয়ে অন্য দুটি মামলা করেন। সদর উপজেলা বিএনপি সদস্য সচিব শফিউল আলম রায়হান বলেন, নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে ১৯ জুলাই নগরীতে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নেন তারা। তখন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীরাই উল্টো বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।

সর্বশেষ খবর