শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ঝড়ে ট্রলার ডুবি, এখনো নিখোঁজ দুই উদ্ধারকর্মীসহ তিনজন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সাগর উপকূলে ট্রলার ডুবে দুই উদ্ধারকারীসহ তিনজন নিখোঁজ রয়েছেন। টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে সাগরের গোলারচর মোহনায় গত বুধবার দুপুরে এফবি সাদ্দাম নামের ট্রলারটি ডুবে যায়। সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, মাছধরায় সরকারি নিষেধাজ্ঞার কারণে সাদ্দাম হোসেনের মালিকানাধীন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষে বুধবার ট্রলারটি সেন্টমার্টিনদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। সেন্টমার্টিন যাওয়ার জন্য ট্রলারে ওঠেন ১২ জন যাত্রী। বেলা আড়াইটার দিকে শাহপরীরদ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ঘটনার পর কয়েকটি ফিশিং ট্রলার, সার্ভিস বোট যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। ট্রলারে থাকা ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ হন। তার নাম নুর মোহাম্মদ সৈকত (২২)। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা ও টেকনাফ সরকারি কলেজের ছাত্র।

ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করতে এসে একটি স্পিড বোট বুধবার সন্ধ্যায় সাগরে ডুবে যায়। নিখোঁজ জন উদ্ধারকারী ফাহাদ (২৮) ও ইসমাইল (২৭)। স্পিড বোটে থাকা অন্য তিনজন আবদুল্লাহ, আরিফ ও উম্মত আলী রাত ১০টার দিকে সাঁতরে তীরে আসেন।

সর্বশেষ খবর