সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পুড়ে যাওয়া বগি আখাউড়া জংশনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে রাখা হয়েছে কোটা আন্দোলনের সময় আগুনে পুড়ে যাওয়া আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগি। বগিগুলো আখাউড়া জংশনে আনা হয় গত বৃহস্পতিবার। পরদিন শেডে নেওয়া হয়। মেরামতের জন্য এসব বগি পাঠানো হবে চট্টগ্রামের পাহাড়তলীতে। নরসিংদীর খানাবাড়ি এলাকায় গত ১৯ জুলাই পুড়িয়ে দেওয়া হয় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি। আখাউড়া জংশন স্টেশন সূত্র জানায়, আন্দোলনের শুরুর দিকে আখাউড়ায় পর্যটক এক্সপ্রেস ও তুর্ণা নিশিথা ট্রেন আটকা পড়ে। এ ট্রেন দুটির সব যাত্রী নামিয়ে ফাঁকা অবস্থায় সরিয়ে নেওয়া হয়। কারফিউ চলাকালে আটকা পড়ে আন্তনগর পারাবাত, জয়ন্তিকা ও কালনী এক্সপ্রেস। এসব ট্রেনের যাত্রীরা তিন-চার দিন আটকা ছিলেন আখাউড়ায়। আখাউড়া স্টেশন এলাকায় দায়িত্বে থাকা কর্মচারী (ট্রেন গণনাকারী) জাকির হোসেন জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগি আখাউড়া জংশন স্টেশনে রাখা হয়েছে। নির্দেশনা পেলে চট্টগ্রামের পাহাড়তলীতে পাঠানো হবে।

সর্বশেষ খবর