মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অগ্নিসন্ত্রাসীদের বিচার করা হবে : ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা দেশকে উন্নয়নশীল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চান। স্মার্ট বাংলাদেশের সুফল দেশের মানুষই পাবে। বিএনপি-জামায়াত কোটা আন্দোলন পুঁজি করে দেশের উন্নয়নকে ধ্বংসের চেষ্টা করছে। দিনাজপুর পৌর শহরের পুরাতন বাহাদুর বাজারের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে গতকাল তিনি এ কথা বলেন। মেট্রোরেল স্টেশন, পদ্মা সেতু ভবন, বিটিভি ভবন, সাবমেরিন ক্যাবলসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা জ্বালিয়ে দিয়েছে। অগ্নিসন্ত্রাস ও নাশকতাকারীদের বিচার করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সন্ত্রাস করে পাকিস্তান বানানো যাবে না। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই।  এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, দিনাজপুর চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

 

সর্বশেষ খবর