মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আড়তদারে জিম্মি আম চাষি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আড়তদারে জিম্মি আম চাষি

৪০-এর পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জে আমের মণ ধরা হয় ৫২ কেজিতে। দেশের বৃহৎ আম বাজার কানসাটসহ জেলার রহনপুর ও ভোলাহাটের চিত্রও একই। প্রতি মণে ১২-১৫ কেজি আম বেশি নিচ্ছেন আড়তদাররা। আম বাজারে আড়তদারদের কাছে এক প্রকার জিম্মি সাধারণ চাষিরা। চাঁপাইনবাবগঞ্জের চাষিরা জানান, ওজন জটিলতা নিরসনে কৃষি মন্ত্রণালয়সহ প্রশাসনকে বার বার বলেও সুরাহা হয়নি। কৃষি বিভাগ জানিয়েছে, ওজন জটিলতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়, বিরূপ আবহাওয়ার কারণে এবার জেলায় আমের উৎপাদন কম হয়েছে। এর ওপর চাষিরা জিম্মি হয়ে পড়েছেন আড়তদারদের কাছে। কানসাট, রহনপুর ও ভোলাহাট আম বাজার ঘুরে দেখা যায়, চাষিদের অনেকটা জিম্মি করে ৫২ থেকে ৫৪ কেজিতে এক মণ ধরে আম কিনছেন আড়তদাররা। শুধু ৫২ বা ৫৪ কেজিতেই নয়, মণে আরও দু-একটি আম নেওয়া হয় বিনামূল্যে। এতে এক মণে অন্তত ১২-১৫ কেজি বেশি নিচ্ছেন। ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলার শীর্ষ আম উদ্যোক্তা আহসান হাবিব এবং শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ওজন জটিলতা নিরসনে কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিলেও সমাধানে উদ্যোগ নেয়নি কেউ। তারা আলোচনার মাধ্যমে পুরো রাজশাহী বিভাগে একই নিয়মে আম বিক্রির ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার বলেন, ওজন জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা মার্কেটিং অফিসারসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। আশা করছি দ্রুত সুরাহা হবে। এবার জেলায় প্রায় ৩৭ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন।

সর্বশেষ খবর