বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

যৌতুকের জন্য চুল কেটে স্ত্রী নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে যৌতুকের জন্য আনোয়ারা খাতুন নামে এক গৃহবধূকে মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন আনোয়ারা। স্বামী তরিকুল ইসলাম, দেবর তৌহিদুল ও শাশুড়ি হাফিজাকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের জন্য বাঘারপাড়া থানাকে নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালে যশোরের বাঘারপাড়া উপজেলার জামসের আলীর মেয়ে আনোয়ারার সঙ্গে মেহেরপুরের তরিকুল ইসলামের বিয়ে হয়। চলতি বছর জানুয়ারি মাস থেকে ব্যবসার জন্য স্ত্রীর কাছে ৩ লাখ টাকা দাবি করেন তরিকুল। এতে রাজি না হওয়ায় স্বামী, দেবর ও শাশুড়ি তার ওপর নির্যাতন শুরু করে। ১৬ জুলাই দুই পরিবার মীমাংসায় বসে আনোয়ারার বাড়িতে। মীমাংসা শেষে মাইক্রোবাসে স্ত্রী ও ছেলেকে নিয়ে রওনা হন স্বামী তরিকুল। পথে আনোয়ারাকে মারপিট করে মাথার চুল কেটে দেওয়া হয়।

সর্বশেষ খবর