বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অস্থিরতার জেরে লোকসানে কুমিল্লার শতাধিক রেস্টুরেন্ট

কুমিল্লা প্রতিনিধি

অস্থিরতার জেরে লোকসানে কুমিল্লার শতাধিক রেস্টুরেন্ট

দেশজুড়ে অস্থিরতা ও কারফিউ জারির পর লোকসানে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের শতাধিক হোটেল-রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্টে কাজ করেন অন্তত ৫ হাজার কর্মী। তারাও রয়েছেন কাজ হারানোর আতঙ্কে। ৪ জুলাই থেকে কুমিল্লা অংশের রেস্টুরেন্টগুলোতে নেতিবাচক প্রভাব পড়েতে শুরু করে। রেস্টুরেন্ট ব্যবসায়ী ও শ্রমিক সূত্র জানায়, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত উন্নত ও মাঝারি মানের শতাধিক রেস্টুরেন্ট রয়েছে। কুমিল্লার কোটবাড়ীতে ছাত্রদের আন্দোলন শুরু হয় ৪ জুলাই থেকে। তারপর থেকে মহাসড়ক অবরোধ চলছে থেমে থেমে। সে সময় থেকে বিশেষ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে পদুয়ার বাজার অংশের রেস্টুরেন্টগুলো লোকসানে পড়ছে। ১৬ জুলাইয়ের পর থেকে অবস্থা আরও বেশি খারাপ হয়। একদিকে কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ভ্যাট, ট্যাক্স, অন্যদিকে রেস্টুরেন্ট বন্ধ। এতে মালিকরা পড়েছেন বেকায়দায়।

হোটেল মায়ামী-৩ এর শ্রমিক শাহ আলম বলেন, কোটা আন্দোলনের শুরু থেকেই আমরা নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। সহিংসতা এবং কারফিউ জারির কারণে রেস্টুরেন্টে এখন মানুষ আসছে না। ব্যবসা না থাকায় আমাদের বেতন দিতে কষ্ট হচ্ছে মালিকের। আগে কাস্টমার থেকে কিছু বখশিশ পেতাম, সে সুযোগও নেই। হাইওয়ে হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসেন বাদল বলেন, মহাসড়কে গাড়ি নেই। মাসজুড়েই লোকসান গুনতে হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, সার্বিক পরিস্থিতিতে সবারই কিছু সমস্যা হচ্ছে। আশা করছি ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

 

সর্বশেষ খবর