শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সরবরাহ থাকলেও কমেনি সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বাজারে সরবরাহ থাকলেও কমেনি কোনো সবজির দাম। বজারে ৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। ব্যবসায়ীরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলন কিছুটা স্বাভাবিক হয়ে এলেও হাটবাজারে আগের মতো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পণ্যের সরবরাহ বাড়লেও কমছে না দাম। গতকাল বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনি, খান্দার বাজারসহ শহরের বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ১৬০, আলু প্রকারভেদে ৬০ থেকে ৭০, বেগুন ৫০ থেকে ৬০, করলা ১০০ থেকে ১২০, বরবটি ও ঝিঙা ৭০ থেকে ৮০, পিঁয়াজ ১০০ থেকে ১২০, ভারতীয় পিঁয়াজ ৯০, আদা ২৮০, রসুন ২৪০, পটোল ৭০, চিচিঙ্গা ৫০, শসা ও পেঁপে ৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। ক্রেতা রুহুল আমিন বলেন, অধিক লাভের আশায় ইচ্ছাকৃতভাবেই দাম বাড়িয়েছে সিন্ডিকেটগুলো।

সর্বশেষ খবর