রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জলাবদ্ধতা নিরসনে কৃষকবন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষকবন্ধন হয়েছে। উপজেলার খাপড়াভাঙ্গা গ্রামের জলকপাট এলাকায় এ কর্মসূচিতে শতাধিক কৃষক অংশ নেন। কৃষকরা বলেন, দক্ষিণ খাপড়াভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণের সময় একটি জলকপাট করে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। যা দিয়ে বর্ষা মৌসুমে ১০-১৫ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন হয় না। প্রতি বছর বর্ষায় জলাবদ্ধতায় কৃষকের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। অতিরিক্ত বৃষ্টি হলে তলিয়ে যায় মাছের ঘের ও বসতবাড়ি। তারা পুরনো ছোট জলকপাটিট ভেঙে বড় জলকপাট করার দাবি জানান। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, কৃষকের স্বার্থে সরেজমিন গিয়ে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর