রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

গুদামে মিলল টিসিবির তেল-চাল-ডাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) বিপুল পরিমাণ তৈল-ডাল-চাল মজুতের অভিযোগে একরামুল হক নামে এক ডিলারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন এ দন্ডাদেশ দেন। গতকাল উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার বাজারে এ ঘটনা। দন্ডপ্রাপ্ত একরামুল হক বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার গ্রামের ইসাহাক আলীর ছেলে। সহকারী কমিশনার আরাফাত হোসাইন বলেন, একরামুল হকের সহযোগী মাসুদ রানাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও আফছানা কাওছার জানান, এ বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তিনিও টিসিবির ডিলার, তবে অন্য ইউনিয়নের দায়িত্বে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি হয়। সেই পণ্য ডিলার ও তার সহযোগীরা এনে জমা করেছিলেন বোয়ালধার বাজারের একটি দোকানে। যা ইউনিয়ন পরিষদ থেকে ২ কিলোমিটার দূরে। খবর পেয়ে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি। গুদাম হিসেবে ব্যবহার করা দোকানটি থেকে উদ্ধার হয় ২১৬টি ২ লিটারের সয়াবিন তেল, ৯ বস্তা চাউল ও ২৫০টি ডালের প্যাকেট। হাতেনাতে ডিলার একরামুল হককে আটক করলেও পালিয়ে যায় তার সহযোগীরা।

বাজারের লোকজন বলছে, বিতরণের দিন এই দোকান ঘরে টিসিবির পণ্য জমা হয়। পরে সেগুলো বিক্রি করা হয় বিভিন্ন ব্যবসায়ীর কাছে।

সর্বশেষ খবর