রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে মৎস্য চাষিদের মাছ চাষবিষয়ক বিশেষ পরামর্শসেবা প্রদান ও আধুনিক মেশিনের মাধ্যমে পুকুর-জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা করা হয়েছে।

স্থানীয় ৪০ মৎস্য চাষির পুকুর-জলাশয়ের পানি সংগ্রহ করে আধুনিক মেশিনের মাধ্যমে ভৌত-রাসায়নিক প্যারামিটার পরীক্ষাপূর্বক পরামর্শ দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সনিয়া শারমিন ও বৈজ্ঞানিক কর্মকর্তা শ্রীবাস কুমার সাহা।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল দিনাজপুর সদরের বীরগাঁও স্কুলে দিনাজপুর মৎস্য দপ্তর ও সৈয়দপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদু পানি উপকেন্দ্র এ আয়োজন করে। জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক ড. মো. সালাউদ্দিন উদ্দিন কবীর, সহকারী পরিচালক পূরবী রানী রায়, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর