সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আমন চারা রোপণে বিপাকে কৃষক

নীলফামারী প্রতিনিধি

চলছে শ্রাবণ মাস, ভরা বর্ষাকাল। সাধারণত এ সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। এ বছর টানা দাবদাহ আর অনাবৃষ্টিতে মাঠ শুকিয়ে গেছে। আমন চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছে কৃষক। খরায় জমিতে আমন চারা লাগানোর পানি নেই। খাল ও বিলে পানি শুকিয়ে যাওয়ায় পাট জাগ দিতে পারছে না কৃষক। প্রায় এক মাস বৃষ্টি না হওয়ায় তীব্র দাবদাহে নাজেহাল উত্তর জনপদের মানুষ। কৃষি বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ১৩ হাজার ১৭৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯২ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানায়, কৃষক গভীর ও অগভীর নলকূপের সাহায্যে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছে।

সর্বশেষ খবর