সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

গ্রামীণ সড়কের বেহালদশা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে এলজিইডির ৩ শতাধিক গ্রামীণ সড়কের বেহালদশা। এসব সড়কে যান চলাচল তো দূরের কথা সামান্য বৃষ্টি হলে হেঁটে চলাচলেরও উপায় থাকে না। স্থানীয়রা পড়েছেন চরম ভোগান্তিতে। ধামরাই উপজেলায় এলজিইডির আওতায় ৫৯৬টি ছোটবড় সড়ক রয়েছে। এসব সড়কে সঠিক তদারকি না থাকায় দিন দিন বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিশেষ করে সোমভাগ ইউনিয়নের গোয়ালদী, কালামপুর আশ্রয়ণ কেন্দ্র সড়ক, ডাউটিয়া, দেপাসাই, সুতিপাড়া ইউনিয়নের বালিথা জালসাসহ ৩ শতাধিক সড়কের অবস্থা খুবই খারাপ। এসব সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী বলেন, দ্রুতই বেহাল সড়কে কাজ হবে।

সর্বশেষ খবর