বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মন্দির বৌদ্ধ বিহার গির্জায় পাহারা

বিভিন্ন সম্প্রদায়ের জানমাল রক্ষায় ছাত্র-জনতার উদ্যোগ

প্রতিদিন ডেস্ক

মন্দির বৌদ্ধ বিহার গির্জায় পাহারা

রাঙামাটিতে বৌদ্ধ বিহারে বাঙালি ছাত্র পরিষদের পাহারা - বাংলাদেশ প্রতিদিন

দেশের বিভিন্ন স্থানে মন্দির, বৌদ্ধ বিহার, গির্জাসহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা, জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় উদ্যোগ নেওয়ার খবর পাওয়া গেছে। বাঙালি ছাত্র পরিষদ, বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠন গতকাল এ উদ্যোগ নিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর -

রাঙামাটি : জেলার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বৌদ্ধ বিহারের নিরাপত্তায় পাহারা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার মন্দির, বৌদ্ধ বিহারে বিশেষ ইমিডিয়েট রেসপন্স টিমের লিফলেট বিতরণ করেন সংগঠনটির কর্মীরা। এ কমিটির নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পিসিএনপি রাঙামাটি জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, রাবিপ্রবি নেতা নুরুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, আমরা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। তাই দেশের পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে যাতে কোনো দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য ছাত্র সমাজ সজাগ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্দেশে আমরা পাহাড়ের মন্দির, বিহার ও মসজিদ পাহারায় বসেছি। ছাত্রদের নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইমিডিয়েট রেসপন্স টিম যে কোনো সমস্যায় সশরীরে হাজির হয়ে তাদের পাশে দাঁড়াবে। বাগেরহাট : দেশের চলমান পরিস্থিতিতে বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায় সংখ্যালঘুদের জানমাল, মন্দির, গির্জাসহ ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় পাহারায় নেমেছে বিএনপি। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে গতকাল সকাল থেকে এ দুই উপজেলায় সংখ্যালঘুদের জানমাল, মন্দির, গির্জাসহ মোংলা বন্দর, শিল্প এলাকা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় গতকাল পাহারা দিয়েছেন বলে জানা গেছে। ড. শেখ ফরিদ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে কেউ যাতে সংখ্যালঘুদের জানমাল, মন্দির, গির্জাসহ মোংলা বন্দর, শিল্প এলাকা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে না পারে সেজন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মোংলা ও রামপাল উপজেলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে সকাল থেকে পাহারা দেওয়ার কাজ শুরু হয়েছে। দিনভর মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলীসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে সংখ্যালঘুরা বসবাসকারী এলাকার পাহারা পরিদর্শন করেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহারা অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও উপাসনালয় পাহারা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল শহরের চাষাঢ়া এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।  এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, আমাদের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের বেশির ভাগ মন্দিরে পাহারা দিচ্ছেন। মন্দিরে যেন কোনো দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তাই আমাদের নেতা-কর্মীরা রাতভর পাহারায় ছিল। এখনো তারা পাহারা দিচ্ছে। প্রয়োজনে যতদিন লাগবে আমরা তাদের পাশে দাঁড়াব। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ছাত্র-জনতা রাস্তাসহ বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। গতকাল দুপুরের পর ছাত্র-জনতা শহরের প্রাণ কেন্দ্র বাজার স্টেশন ও শহীদ মিনারে জড়ো হয়। এরপর বাজার স্টেশনে আন্দোলনের সময় পুড়ে যাওয়া অপরিচ্ছন্ন রাস্তা পরিষ্কার করেন। এরপর বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশনে যায়। এ সময় ছাত্র-জনতা নানা ধরনের স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন। গাইবান্ধা : আন্দোলনে গ্রেপ্তার ছাত্র-জনতার নিঃশর্ত মুক্তি, আহতদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসাব্যবস্থা করা এবং সংখ্যালঘুদের ওপর হামলা ও নৈরাজ্য বন্ধের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল জেলা শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মুয়িদ মুহম্মদ ফাহিম, মৈত্রিয় হাসান জয়িতা, মেহেদি হাসান প্রমুখ। এ ছাড়া জেলা সমন্বয়ক সালেকিন শাহরিয়ার ওয়ামিক, বায়েজিদ বোস্তামি জীম, মাসুদ রানা, আসাদুজ্জামান, কলি রানীসহ সহ-সমন্বয়ক ও সংগঠকেরা এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইল : টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেল সদস্যরা সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন। বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে করা হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল নূর তুষার, সমন্বয়ক প্যানেলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর