বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লাশ হস্তান্তর ১৫ পুলিশের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত ১৫ পুলিশ সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ওসি, পাঁচজন এস আই, একজন এএসআই ও আটজন কনস্টেবল রয়েছেন। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল হান্নান মিয়া বলেন, সোমবার রাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ১৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া ঢাকায় রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজনের লাশ সেখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়। ৪ আগস্ট এনায়েতপুর থানায় আন্দোলনকারীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এসব পুলিশ সদস্যরা নিহত হন। তারা হলেন -  ওসি আবদুর রাজ্জাক, এস আই রইজ উদ্দিন খান, প্রনবেশ কুমার বিশ্বাস, মো. তহছেনুজ্জামান, আনিছুর রহমান মোল্লা, এএসআই ওবায়দুর রহমান, কনস্টেবল আরিফুল আযম, রিয়াজুল ইসলাম, রবিউল আলম, হাফিজুল ইসলাম, আবদুস সালেক, লোকমান আলী ও শাহিন উদ্দিন।

 

সর্বশেষ খবর