শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

গুমের শিকার ব্যক্তিদের ফেরত চান স্বজনরা

ময়মনসিংহ প্রতিনিধি

গুমের শিকার ব্যক্তিদের ফেরত চান স্বজনরা

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনের জেলা সমন্বয়কারী সাংবাদিক আবদুল কাইয়ুমের সঞ্চালনায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে গতকাল মানববন্ধনে ছাত্র-শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক বলেন, অতিদ্রুত গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ফেরত দিতে হবে। বছরের পর বছর এদের ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠন অধিকার। স্বৈরাচার সরকার কোনো কর্ণপাত করেনি। অন্তর্র্বর্তী সরকারের অধীনে গুম ও বিচারবহির্ভূত হত্যায় জড়িতদের বিচারের সময় এসেছে। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, একটা স্বৈরাচার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কীভাবে ‘আয়নাঘর’ তৈরি করেছিল তা আমরা দেখেছি। এ আয়নাঘর তৈরির সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, দেশের মুক্তিকামী ছাত্র-জনতার এ অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। মানবাধিকার লঙ্ঘনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে যাতে পরে কোনো সরকারের আর স্বৈরাচারী মনোভাব তৈরি না হয়।

সর্বশেষ খবর