শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

রাত জেগে দোকানপাট পাহারায় ব্যবসায়ীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা রাত জেগে দোকানপাট পাহারা দিচ্ছে। আতংক কাটেনি ব্যবসায়ীদের মধ্যে। লুটপাটের কবল থেকে বাঁচতে রাতে পাহারা বসিয়েছেন তারা। শেখ হাসিনার পদ ও দেশত্যাগের সংবাদের পর চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক ভাঙচুর-লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এর পর থেকে জেলার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা রাত জেগে দোকানপাট পাহারা দিচ্ছে। অনেকেই দোকান খুলছেন না লুটপাটের আতংকে। বিশেষ করে জেলায় অধিকাংশ স্বর্ণের দোকান বন্ধ রয়েছে। জানা গেছে, সোমবার শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ জেলা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। এ সময় যাবতীয় মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। হামলা চালানো হয় সদর থানায়, এসপি অফিসে, ডিসির বাসভবনে এমনকি সার্কিট হাউসেও। এ সময় হামলাকারীরা ব্যাপক ক্ষতিসাধন করে। লুটের চেষ্টা চালানো হয়, সোনালী ব্যাংক নিউমার্কেট শাখায়, ক্লাব সুপার মার্কেটসহ নিউমার্কেটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও লুটপাট ও আগুন দেওয়ার ভীতি কাটেনি ব্যবসায়ীদের। স্থানীয় রাজনৈতিক নেতারা ব্যবসায়ীদের বলছেন, যারা লুটপাট করছে তারা কোনো রাজনৈতিক দলের কেউ না। সুতরাং তাদের প্রতিরোধ করতে হবে।

সর্বশেষ খবর