শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

লুট হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান চালু সাত বছর পর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে লুট হওয়া নানকরা হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা সাত বছর পর চালু হয়েছে। মাদরাসা মিলনায়তনে গতকাল সংস্কার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় এবং মাদরাসা সভাপতি মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহাবুদ্দিন আহমেদ। বক্তৃতা করেন- মজিবুর রহমান ভূঁইয়া, জাকির হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর