রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ডাকাতিকালে ১০ জনকে ধরে সোপর্দ সেনাবাহিনীর কাছে

ঝিনাইদহ ও নোয়াখালী প্রতিনিধি

ডাকাতিকালে ১০ জনকে ধরে সোপর্দ সেনাবাহিনীর কাছে

ঝিনাইদহ ও নোয়াখালীতে ডাকাত দলের ১০ সদস্যকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল দুপুরে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ এবং শুক্রবার রাতে নোয়াখালী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে কালীগঞ্জ বিহারী মোড়ের আতিয়ার রহমানের দুতলা বাসায় ডাকাতি করছিল একদল ডাকাত। খবর পেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে খবর দেয়। পরে ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে। অপরদিকে সদরের কোর্টপাড়ার তরিকুল ইসলামের বাড়িতে ডাকাতিকালে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ছাড়া নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। দুপুরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

সর্বশেষ খবর