শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

যাদুকাটা বালু মহালে চাঁদাবাজি বন্ধে সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের যাদুকাটা নদীর ফাজিলপুর বালু মহালে টোলের নামে চাঁদাবাজি, নদীর পাড় কাটা ও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা বন্ধ এবং সেতু রক্ষার দাবিতে সমাবেশ হয়েছে। তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে গতকাল সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বলা হয়, দীর্ঘদিন ধরে ফাজিলপুর বালু মহালের ইজারাদার প্রভাব খাটিয়ে তিনগুণ বেশি টাকা আদায় করছে। সরকার নির্ধারিত ৫ টাকা ২৫ পয়সার স্থলে প্রতি ঘনফুট বালু থেকে ১৫ টাকা হারে রয়েলিটি আদায় করছে ইজারাদার। অন্যদিকে টোলের নামে প্রতি ঘনফুট বালু থেকে আরও ১ টাকা চাঁদা আদায় করছে অন্য একটি সিন্ডিকেট। এতে বালু তোলায় নিয়োজিত শ্রমিক, ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সভায় আরও বলা হয়, ফাজিলপুর মহালের ইজারাদার অধিক বালু উত্তোলনের লোভে নদীর পাড় কেটে বালু তুলছে। ফলে নদী তীরবর্তী কয়েকটি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি হুমকিতে পড়েছে। এ ছাড়া ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র আনোয়ারপুর সেতুও রয়েছে ভাঙনের ঝুঁকিতে। শিক্ষার্থী শেখ মামুন রাশেদের সভাপতিত্বে ও মোস্তাক হোসেনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সমাজকর্মী ফেরদৌস আলম, কামরুল প্রমুখ।

সর্বশেষ খবর