শিরোনাম
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

টোলমুক্ত মহানন্দা সেতু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়। এরপর সেনাবাহিনীর উপস্থিতিতে টোল আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বারঘোরিয়া ব্রিজ চত্বরে গতকাল সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ। কর্মসূচি থেকে জানানো হয়, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মহানন্দা সেতুতে এখনো টোল নেওয়া হচ্ছে। অথচ এ সময়ের মধ্যে সেতুর নির্মাণ ব্যয়ের কয়েকগুণ টাকা আয় হয়েছে টোল থেকে। এ অবস্থায় জনসাধারণের কথা ভেবে সেতুটি টোলমুক্ত করা উচিত। মানববন্ধনের পর সেনাবাহিনীর উপস্থিতিতে টোল আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে সেতুর ইজারাদারসহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুকের সঙ্গে সেনা কর্মকর্তারা এ নিয়ে আলোচনা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার টোল আদায় শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর