শিরোনাম
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বগুড়ায় ছাত্র মিছিল ও সমাবেশ হাসিনার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচি প্রতিরোধ সপ্তাহ পালনের পর্যায়ে গতকাল বিকালে বগুড়ায় জিলা স্কুলের সামনে থেকে মিছিল করেছে। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলকারীরা সাতমাথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্ত মঞ্চে এসে সমাবেশ হয়। সমাবেশটি পরিচালনা করেন ছাত্রনেতা অ্যাডভোকেট এজাজ আল ওয়াসি। সমাবেশে ছাত্ররা দাবি করেন, ছাত্র ও জনতার গণঅভু?্যত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সুসংগঠিত হওয়ার বিষয়ে বক্তব্য রাখায় অন্তর্র্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা বা তা প্রত্যাহারের দাবি জানানো করে। ইজাজ আল ওয়াসি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত্যাকান্ডের বিচার করতে হবে। অন্যথায় দেশের ছাত্র-সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে। আরেক শিক্ষার্থী মারজিউল হক বলেন, জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আরাফাত নামের এক শিক্ষার্থী কেন্দ্রীয়ভাবে ঘোষিত দাবিগুলো উল্লেখ করে বলেন, দ্রুত শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে তার ফাঁসি দিত হবে। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ খবর