শিরোনাম
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পিছিয়ে থাকা বগুড়াকে এগিয়ে নেওয়ার দাবি

আবদুর রহমান টুলু, বগুড়া

উন্নয়নে পিছিয়ে থাকা বগুড়াকে এগিয়ে নেওয়ার দাবি জেলাবাসীর। জেলার উন্নয়নে পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা, বিমানবন্দর, দ্বিতীয় বিসিক শিল্পনগরী, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ স্থাপন, সবজি হিমাগার, কমপক্ষে চারটি সরকারি উচ্চবিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, যমুনা নদীতে ট্যুরিস্ট স্পট নির্মাণ, সার কারখানা স্থাপন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল আধুনিকায়ন, করতোয়া নদী সংস্কার, শহরের যানজট নিরসন, কাঁচা সড়ক পাকাকরণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে আনা, খেলাধুলার জন্য আধুনিক স্টেডিয়াম, বিনোদন স্পট, সাংস্কৃতিক কর্মকান্ডের মঞ্চ নির্মাণ, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণসহ সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে জেলা গড়ে তোলা। এ ছাড়াও জেলাবাসীর দাবি নতুন ফুটবল স্টেডিয়াম ও নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা। তরুণরা যেন ক্রীড়ামুখো হয়ে দেশের সুনাম আরও বৃদ্ধি করে। নবগঠিত অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রত্যাশা বগুড়ার সর্বস্তরের জনসাধারণের। জানা যায়, উত্তরাঞ্চলের রাজধানী হিসেবে খ্যাত বগুড়া। জেলার ৭টি সংসদীয় আসন রয়েছে। এ আসনগুলো থাকলেও  গেল ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। জেলার জন্য বিশেষ বরাদ্দ, বিশেষ উন্নয়ন কাজ আনতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ, জাপা ও জাসদের এমপিরা। যে বরাদ্দ নিয়েছেন নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। বিশেষ করে জাপার এমপি জিন্নাহ নিজের এবং পরিবারের উন্নয়নেই ব্যস্ত ছিলেন, এ কারণে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও হয়েছে তার বিরুদ্ধে। প্রয়াত এমপি আবদুল মান্নান বগুড়ার উন্নয়নে চেষ্টা করলেও তার মৃত্যুর পর স্ত্রী সাহাদারা মান্নান এমপি হয়ে কোনো দৃশ্যমান উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে বগুড়ার উন্নয়ন এলে খাতা কলমে থাকলেও চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। ছাত্র-জনতা আন্দোলনের পর বগুড়াবাসী নতুন এ সরকারের হাতে বগুড়ার উন্নয়ন দেখতে বিভিন্ন দাবি জানিয়েছেন।  বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা জানান, বগুড়ায় বেশ কিছু উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার মধ্য দিয়ে জেলাকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার দাবি সবার। খেলাধুলার জন্য আধুনিক স্টেডিয়াম, সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য আধুনিক হল নির্মাণ, সরকারি বিদ্যালয় স্থাপন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও আধুনিকায়ন করা। সেই সঙ্গে করতোয়া নদীতে যে সংস্কার কাজ চলছে তার বরাদ্দ বাড়িয়ে ১৮০ কিলোমিটার জুড়ে নদীর যৌবন ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে শহরের যানজট নিরসন, কাঁচা সড়ক পাকাকরণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে নিয়ে আসা। এ ছাড়া আরও একটি ফুটবল স্টেডিয়াম ও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দাবি জেলাবাসীর দীর্ঘদিনের। এসব নিয়ে কাজ করা হবে। বগুড়াবাসীর দাবির সঙ্গে তিনিও একমত বলে জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর