বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জলাবদ্ধতা ময়লা অপসারণে পাহাড়ের শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রতিনিধি

জলাবদ্ধতা ময়লা অপসারণে পাহাড়ের শিক্ষার্থীরা

খাগড়াছড়ির পৌর শহরের জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকা চেঙ্গি স্কয়ার মোড়। এ মোড়েই দীর্ঘদিন ধরে পানি জমে ও ময়লার ¯ূÍপ পড়ে থাকে। যান চলাচল ও পথচারী চলাচলে চরম বিঘ্ন ঘটে। সড়কে জলবদ্ধতা ও ময়লার কারণে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের নজরে পড়ে বিষয়টি। তারা দেশ সংস্কারের ধারাবাহিকতায় শুরু করে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ। গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা কোদাল বেলচাসহ মাটি কাটার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম দিয়ে পরিষ্কার শুরু করেন। এ কাজ দেখে পৌরবাসী তাদের স্বাগত জানায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী পৌরসভা কর্তৃপক্ষকে দফায় দফায় অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তা সমাধানে কাজ শুরু করে শিক্ষার্থীরা। দেশ গড়ার প্রত্যয়ে এ কাজ করে দেখিয়ে দিলেন পৌরসভা কর্তৃপক্ষকেও।

সর্বশেষ খবর