বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সরকারি চাল, চার গুদাম সিলগালা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে শিক্ষার্থীদের বাজার পর্যবেক্ষণের সময় এক ব্যবসায়ীর গুদামে সরকারি চাল ও টিসিবির পণ্য পাওয়া গেছে। আরেক গুদামে মিলেছে ওএমএসের মেয়াদোত্তীর্ণ আটা। খবর পেয়ে সেখানে গিয়ে চারটি গুদাম সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা শহরের টেপাখোলা বাজারের ব্যবসায়ী ও বর্ষা অটোরাইস মিলের মালিক মোসলেম বিশ্বাসের চারটি গুদামে সোমবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এর আগে টেপাখোলা বাজার পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। তখন গুদামে সরকারি চাল থাকার বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসককে জানান তারা। সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মুশফিকুর রহিম বলেন, ‘চালের দাম বাড়ার অন্যতম কারণ সিন্ডিকেট। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, গুদাম ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই মূলত চালের দাম বাড়ে। আমরা বাংলাদেশে কোনো সিন্ডিকেট দেখতে চাই না। সিন্ডিকেটের সঙ্গে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তাও জড়িত রয়েছেন যা তাদের আচরণে প্রমাণ হয়েছে।’ জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, বিষয়টি জেনেছি। কয়েকটি গুদাম সিলগালা করা হয়েছে। ওই ব্যবসায়ীর কাগজপত্র যাচাই-বাছাই করে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর