বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পুলিশের অস্ত্র হাতে যুবদল নেতার ছবি ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি

পুলিশের অস্ত্র হাতে যুবদল নেতার ছবি ভাইরাল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান ওরফে রোমেল এর হাতে পুলিশের একটি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত ৫ আগস্ট ঢাকায় সরকার পতনের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ঢাকার ভাটারা থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে অন্যতম একটি। রোমেল ছবিটির সতত্যা স্বীকার করলেও এটি সেনাবাহিনীর সদস্যদের কাছে জমা দিয়েছেন বলে দাবি করেন।

রোমেল দাবি করেন, গত ৫ আগস্ট দুপুরে ভাটারা থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও ধারণ করার সময় অন্যদের সঙ্গে তিনিও পুলিশের কয়েকটি অস্ত্র রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে একটি অস্ত্র হাতে তুলে নেন। এরপর ভাটারা থানার বিপরীত দিকে থাকা আমেরিকান অ্যাম্বেসির সামনে সেনাবাহিনীর সদস্যদের কাছে অস্ত্রটি ফিরিয়ে দেন তিনি।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, রোমেল মৌখিকভাবে সেনাবাহিনীর কাছে অস্র জমা দেওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর