বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক রাসেল রণি গতকাল বাদী হয়ে মামলাটি করেন। মামলাটির অনুলিপি পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হয়েছে। দুদক মামলাটি তদন্ত করে আদালতে খুব শিগগিরই অভিযোগপত্র দাখিল করবে বলে জানিয়েছে। গত ৮ আগস্ট বরিশালে নির্বাহী প্রকৌলীর কাছ থেকে জ্ঞাত আয় বহির্ভূত নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার ইউএস ডলার ও ৪৮ দশমিক ২৫ ভরি স্বর্ণালংকার, বেশ কিছু চেকবই ও দলিলাদি উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

হারুন অর রশিদ কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ২০১৮ সালের ১ অক্টোবর থেকে পটুয়াখালী গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৮তম বিসিএসের কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর