বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাব রেজিস্ট্রারের অপসারণ দাবি

পাবনা প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে পাবনা সদর সাব রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। গতকাল দুপুরে পাবনা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনে করে হয়রানির শিকার কয়েক শতাধিক মানুষ।  বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী প্রতি দলিলে টাকা নেন, কারণে অকারণে মানুষের সঙ্গে খারাপ আচরণের পাশাপাশি আইনের কথা বলে হয়রানি করেন। প্রতিনিয়ত তার হয়রানির শিকার হতে হয় জনসাধারণের। এদিকে দলিল লেখক সমিতির নামেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে হয়রানির শিকার হওয়া শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। পাবনা সদর সাব রেজিস্ট্রার ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হেয় করতেই একটি গোষ্ঠী এমন ষড়যন্ত্র করছে।’ জেলা সাব রেজিস্ট্রার দিপক কুমার সরকার বলেন, এসব অভিযোগ ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর