শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ছাত্রাবাস না অস্ত্রাগার?

দিনাজপুর প্রতিনিধি

ছাত্রাবাস না অস্ত্রাগার?

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চারটি ছাত্রাবাস পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গত বুধবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রদের এ হলগুলোতে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে মঙ্গলবার একটি হলে অভিযানে দেশীয় অস্ত্র পাওয়া যায়। জব্দ অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গত ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন দুপুর ৩টার মধ্যে আবাসিক হলগুলো ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। ১২ আগস্ট থেকে হল খুলে দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪ আগস্ট থেকে খোলার সিদ্ধান্ত হয়। খুলে দেওয়ার পর প্রতিটি হলে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উদ্দেশে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে হলভিত্তিক টিম গঠন করা হয়েছে।  বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত হলের রুমে রুমে চালানো হয় তল্লাশি। এ সময় বিভিন্ন রুম থেকে সামুরাই, প্লাস্টিক পাইপ, বাঁশের লাঠি, রড, হকিস্টিক, হেলমেট, স্টাম্প, করাত, দা, চেইন, পেট্রোল বোমা পাওয়া যায়। মদের বোতল এবং গাজার কলকিও উদ্ধার হয়েছে। জব্দ দেশীয় অস্ত্রের সংখ্যা ১০৩৫টি। জব্দ করা হয় প্রায় ৫০টি হেলমেট। শেখ রাসেল হলের একটি অংশ (নূর হোসেন ব্লক) থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। জব্দ অস্ত্র রেজিস্ট্রার অধ্যাপক সাইফুর রহমানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে।

 বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি হলের সার্বিক নিরাপত্তার জন্য শিক্ষক এবং কর্মকর্তাদের সমম্বয়ে হলভিত্তিক টিম গঠন করে দেওয়া হয়েছে। ১৮ আগস্ট একাডেমি কার্যক্রম শুরু হবে জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর