শিরোনাম
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিবর্ণ অতীত মুছে নতুন স্বপ্নলিপি

দিনাজপুর প্রতিনিধি

বিবর্ণ অতীত মুছে নতুন স্বপ্নলিপি

বিবর্ণ অতীত মুছে সড়কের পাশে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ‘স্বপ্নলিপি’। দিনাজপুর শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় রংতুলির আঁচড়ে সড়কের পাশের দেয়ালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসভবনের দেয়ালও রাঙিয়ে তুলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান এবং সড়কের দেয়ালে বিস্ময়কর চিত্রাঙ্কনের মাধ্যমে আন্দোলনে প্রাণ হারানো সহপাঠীদের স্মৃতি তুলে ধরার চেষ্টা করছেন তারা। শোভা পেয়েছে ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ও। নতুন বাংলাদেশকে কীভাবে দেখতে চান তা ফুটিয়ে তুলছেন চিত্রকর্মের মাধ্যমে। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড সচেতন মানুষের মনে সাড়া ফেলেছে। অনেকে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল চিত্রকর্ম। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখা যায়, সবখানেই শিক্ষার্থীদের কর্মব্যস্ততা।

কেউ দায়িত্ব পালন করছেন পুলিশের সঙ্গে সড়ক নিয়ন্ত্রণে। কেউ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে লেখা ঘষে পরিষ্কার করছেন অনেকে। সেখানেই বিবর্ণ অতীত মুছে নতুন স্বপ্নলিপি আঁকছেন। শিক্ষার্থীরা জানান, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরটাকে আমাদের মতো করে সাজাব। শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে। দেশটা যেন নতুনভাবে পরিচালনা করতে পারি।

 

সর্বশেষ খবর