শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অস্ত্র, সেই যুবদল নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি

থানা থেকে লুট হওয়া অস্ত্র হাতে ছবি ছড়িয়ে পড়া পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান ওরফে রোমেলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ১৪ আগস্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দলীয়শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোমেলকে সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো দায়দায়িত্ব দল নেবে না। তাদের সঙ্গে সব পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও বলা হয়। সম্প্রতি অস্ত্র হাতে রোমেলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচার হওয়ার পর এ সিদ্ধান্ত নিল দলটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশ নেওয়ার সময় ৫ আগস্ট ঢাকার ভাটারা থানা থেকে লুট হওয়া পুলিশের একটি আগ্নেয়াস্ত্র হাতে থাকা রোমেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি দাবি করেছিলেন ঢাকার ভাটারা থানার সামনের রাস্তা থেকে কুড়িয়ে পাওয়ার পর অস্ত্রটি তিনি ওই দিনই সেনা সদস্যদের কাছে জমা দিয়েছেন।

সর্বশেষ খবর