শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কথা কাটাকাটির জেরে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে কথা কাটাকাটির জেরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী বাবুল হোসেনকে (৪০) পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল উপজেলার বড়গোবিন্দপুর (সুধিনচালা) এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আঁখি আক্তার (৩৬)। তিনি ওই গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে আঁখি আক্তার (৩৬)। তিনি স্থানীয় পোশাক কারখানার শ্রমিক ছিলেন। বাবুল ওই নারীর দ্বিতীয় স্বামী। পুলিশ ও স্বজনরা জানায়, ১৫/১৬ বছর আগে ওই গ্রামের মৃত মোগর আলীর বড় ছেলে প্রবাসী আবুল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে আঁখির বিয়ে হয়। তার ঘরে এক মেয়ের জন্ম হয়। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুযোগে দেবর বাবুলের সঙ্গে আঁখির সম্পর্ক গড়ে ওঠে। পরে বাবুল ও আঁখি বিয়ে করেন। বাবুল কখনো রাজমিস্ত্রি কখনো মাছের ব্যবসা করতেন। আঁখি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের সংসারেও নয় বছরের ছেলে ও পাঁচ মাসের মেয়ে রয়েছে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধেই ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার রাতে টাকা-পয়সাসহ বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে গতকাল ভোরে আঁখিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বাবুল। সকালে নিহতের পরিবার ও আশপাশের লোকজন আঁখিকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবুলকে আটক করে পুলিশে দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, বাবুলকে আটক ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর