শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আত্মগোপনে ইউপি চেয়ারম্যানরা

বরগুনা প্রতিনিধি

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে বরগুনার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ৫ আগস্ট থেকে আত্মগোপনে রয়েছেন। এতে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা সেবা বঞ্চিত হচ্ছেন। কয়েকজন চেয়ারম্যান মুঠোফোনে জানান, তারা রবিবার থেকে নিয়মিত পরিষদে যাবেন। পাথরঘাটার কাঁঠালতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তার স’মিল পুুড়িয়ে দিয়েছে। তার ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠান লুট ও ভাঙচুর করেছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। কাকচিড়া ইউপি চেযারম্যান আলাউদ্দিন পল্টু রয়েছেন বেশি ঝুঁকির মধ্যে। কাকচিড়া ইউনিয়ন বিএনপির কর্মীরা বলেন, গত ১৫ বছরে পল্টু চেয়ারম্যান তাদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। আমরা আইন হাতে তুলে নেব না। তার সব অপরাধের বিচার সরকার আর প্রশাসন করবে আশা করছি। আমতলী পৌর মেয়র মতিউর রহমানসহ উপজেলারও কয়েকজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন আত্মগোপনে।

সর্বশেষ খবর