রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভারী বর্ষণে পাহাড়ধস, যান চলাচল বন্ধ ৫ ঘণ্টা

ফের বাড়ছে নদনদীর পানি

মৌলভীবাজার ও খাগড়াছড়ি প্রতিনিধি

ভারী বর্ষণে পাহাড়ধস, যান চলাচল বন্ধ ৫ ঘণ্টা

মৌলভীবাজারে নদনদীতে বেড়েছে বন্যার পানি। এ ছাড়া খাগড়াছড়িতে ভারী বর্ষণে ধসে গতকাল ৫ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী মৌলভীবাজার জেলার নদ-নদীতে চতুর্থবারের মতো বেড়েছে পানি। সাগরের লঘু চাপের প্রভাব ও উজানের ঢলের পানিতে এ অবস্থা তৈরি হয়েছে। এদিকে নদ-নদীর পানি বাড়ায় সাধারণ মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার জুড়ী নদে বিপৎসীমার ৮৫ সেমির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী, ধলাই ও মনু নদের পানি বৃদ্ধি পেয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ ছিল ৫ ঘণ্টা। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এ সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। আটকা পড়েছিল বহু যানবাহন। পরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ফায়ার সার্ভিস ও সড়ক জনপদ বিভাগ মাটি ও গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদূর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ খবর