রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

গাইবান্ধা প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে গাইবান্ধায় ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন’ হয়েছে। গাইবান্ধা পৌরপার্কে গতকাল এ ক্যাম্পেইনে শতাধিক কিশোর-কিশোরী নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করে শুভসংঘের কার্ডে লিখে তাদের হাতে তুলে দেওয়া হয়। কর্মসূচির শুরুতে সাম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিতে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শুভসংঘের পক্ষ থেকে এ আয়োজনকে উৎসর্গ করা হয় আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি। এরপর শুভসংঘের শুভাকাক্সক্ষী প্যাথলজি এক্সপার্ট জাহিদ হাসান ও শুভসংঘের আহসান আজীম প্রধানের নেতৃত্বে শুরু হয় গ্রুপ নির্ণয়ের কাজ। কর্মসূচির সমন্বয়কারী আহসান আজীম প্রধান বলেন, শুভসংঘের কর্মীরা এ আয়োজনের আগে পুরো বিষয়টি হাতেকলমে শিখেছে। শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছাড়াও বিজয়ের পর হাট-বাজার তদারকি, ট্রাফিক নিয়ন্ত্রণ, গ্রাফিতি অঙ্কনে বসুন্ধরা শুভসংঘের কর্মীরা সবার দৃষ্টি কেড়েছে।

সর্বশেষ খবর