রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

‘ময়লা-আবর্জনা নয়, সবুজ দেখতে চাই নদীতীর’

হবিগঞ্জ প্রতিনিধি

‘ময়লা-আবর্জনা নয়, সবুজ দেখতে চাই নদীতীর’

‘খোয়াই নদীতীরে আমরা ময়লা-আবর্জনা দেখতে চাই না। সবুজ দেখতে চাই। নদী ও তীর সুরক্ষিত দেখতে চাই। যারা নদীতে ও তীরে আবর্জনা ফেলছেন তারা অন্যায় করছেন। নদী প্রাকৃতিক। যেহেতু মানুষ নদী বানাতে পারে না, তাই নদীতে আবর্জনা ফেলতেও পারে না। এ অন্যায় কাজ যারা করছেন তাদের শাস্তি হওয়া উচিত। খোয়াই নদীর তীরে গাছের চারা রোপণ কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।’ আন্তর্জাতিক পানিবিষয়ক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘নদীতীরে সবুজায়ন’ শিরোনামে গতকাল খোয়াই রিভার ওয়াটারকিপার নদীতীরে এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, খোয়াই এক সময় খরস্রোতা নদী ছিল। অবৈধভাবে বালু-মাটি তোলা, খোয়াইমুখসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলে নদীটি বিনষ্ট করা হচ্ছে। পুরনো খোয়াই নদী প্রসঙ্গে তিনি বলেন, দখল-দূষণে পুরনো খোয়াইর চিত্র এখন করুণ। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য পুরনো নদী দখল ও দূষণমুক্ত করে সচল করার দাবি জানান তারা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এবং এলাকাবাসী নদীতীরে বিভিন্ন প্রজাতির দেশি গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ খবর