রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নাম পরিবর্তন চান বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নাম পরিবর্তন ও তৃতীয় পক্ষ টেকসিটির সঙ্গে সম্পাদিত ‘গণবিরোধী’ চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে নেওয়ার দাবি করেন। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে পার্ক চত্বরে গতকাল সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা এ কথা বলেন। তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে পার্কটি হওয়ায় এবং এটির পরিচালনায় সাবেক সরকারের সুবিধাভোগীরা থাকায় স্থাপনাটি গণআক্রোশের শিকার হচ্ছে। গত কয়েক দিনে অন্তত তিন দফা এখানে আক্রমণের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ৩০৫ কোটি টাকার সরকারি প্রকল্পটি কোনো বিনিয়োগ ছাড়াই পরিচালনার দায়িত্ব দেওয়া হয় টেকসিটিকে।

সর্বশেষ খবর