রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টি কাটাল দাবদাহ

গাইবান্ধা প্রতিনিধি

প্রায় এক সপ্তাহ ধরে চলা দাবদাহের মধ্যে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে গাইবান্ধায়। বাতাসের সঙ্গে মূষলধারে বৃষ্টি নামায় জেলায় জন-জীবনে মিলেছ স্বস্তি। জেলা সদর এবং আশপাশের উপজেলায় গতকাল দুপুর ২টা থেকে শুরু হয় দমকা হাওয়া ও মূষলধারে বৃষ্টি। দুপুর আড়াইটার পর বাতাস কমে গেলেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকে। সঙ্গে ছিল মেঘের গর্জন। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসে। সকাল থেকে জেলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও দুপুরের পর তা ৩২ ডিগ্রিতে নেমে আসে। সরেজমিন দেখা যায়, বৃষ্টির মধ্যে চলাচল করছে যানবাহন। অনেকে স্বেচ্ছায় ভিজছেন বৃষ্টিতে। শহরের মিশুকচালক সেনা খন্দকার বলেন, কখন বৃষ্টি হবে এজন্য অপেক্ষায় ছিলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর