শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্রাণ ফিরেছে পাহাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানে

রাঙামাটি প্রতিনিধি

প্রাণ ফিরেছে পাহাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানে

আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে পাহাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয় সব শিক্ষাঙ্গন। এক মাসেরও বেশি সময় পর শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উৎফুল্ল ছাত্রছাত্রীরা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হয় শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে এক মাস বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। নিরাপত্তা শঙ্কায় অনেকে সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাননি। শুধু তাই নয় পুরো পাহাড়ি শহর ছিল নিস্তব্ধ। উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে পাহাড়ি অঞ্চলের মানুষের দিন।

রাঙামাটি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ তালুকদার বলেন, সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থী ও ঘনিষ্ঠ অভিভাবক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একই রাতে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সর্বশেষ খবর