শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দেয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

দেয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বরণীয় রাখতে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে সেজে উঠছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। শিক্ষার্থীরা প্রতিদিন দেয়ালে-দেয়ালে লেখনি ও ছবিতে ফুটিয়ে তুলছেন আন্দোলনের ইতিহাস। গ্রাফিতিতে বৈষম্য, স্বৈরাচারবিরোধী, গণতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ, মীর মুগ্ধের পানি বিতরণের চিত্র, বীর শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। সরেজমিন দেখা যায়, বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন দেয়ালে-দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে দেয়াল রাঙাচ্ছেন তারা। কারও এক হাতে রঙয়ের কৌটা, অন্যহাতে তুলি। কেউ কেউ হাত রাঙিয়ে ছাপ রাখছেন দেয়ালজুড়ে আঁকা পতাকার চারপাশে। কেউ কেউ লিখছেন আন্দোলনের নানা স্লোগান আর অসাম্প্রদায়িক চেতনার বাণী।

সর্বশেষ খবর