শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দুশ্চিন্তা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত নিয়ে

মৌলভীবাজার প্রতিনিধি

হাওর বেষ্টিত মৌলভীবাজার জেলায় চলতি বছর বর্ষা মৌসুমে অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদী ভাঙনের কারণে তিন দফা বন্যা দেখা দেয়। এতে বেশি ক্ষতিগ্রস্ত হন হাওর ও নদীর পাড়ের দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠী। বন্যায় নষ্ট হয়েছে তাদের বাস বেতের তৈরি কাঁচা ঘর। আর্থিক সংকটের কারণে এখনো ঘর মেরামতে হিমশিম খাচ্ছেন তারা। পড়েছেন দুশ্চিন্তায়। তাদের দাবি সরকারিভাবে ঘর মেরামতে আর্থিক সহায়তা পেলে কিছুটা উপকার হয়। জেলা দুর্যোগ ও ত্রাণ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর বন্যায় মৌলভীবাজারে ২৪৩ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে হাওর পাড়ের দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠীর ১২ হাজার ২৯০টি কাঁচা ঘর আংশিক ও ৭৩৪টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কুশিয়ারা নদী পাড়ের শাহাপুর গ্রামের গিয়ে দেখা যায়, তাহিদ আলী নামে এক দিনমজুরের ঘরের টিনের ছাউনি ও বাসের বেড়া ধসে পড়েছে। তিনি আর্থিক সংকটের কারণে এখনো ঘর মেরামত করতে পাড়ছেন না। এমন চিত্র রয়েছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এবং কমলগঞ্জ উপজেলায় বন্যাকবলিত এলাকাগুলোতে। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠিয়েছি। বরাদ্দ এলে বণ্টন করা হবে।

সর্বশেষ খবর