শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে একটি হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ মামলায় অভিযুক্ত বাকি তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দ প্রাপ্তরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ এলাকার আনসার আলী মেম্বার (৬০) ও আবদুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে আসামিরা পালিয়ে যায়।

 এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন। লালমনিরহাট জেলা আদালতের পিপি আকমল হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর