সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বগুড়ায় কৃষককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় জমি থেকে ঘাস কাটতে নিষেধ করায় ফরিদ উদ্দিন প্রামাণিক (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ফরিদ উদ্দিন সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের পূর্বপাড়ার মোয়াজ্জেম হোসেন প্রামাণিকের ছেলে। জানা যায়, ফরিদ উদ্দিন একজন কৃষক। ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষ্মীপুর মৌজার বড়িয়া গ্রামে মরা নদীর তীরে তার ২০ শতক আবাদি জমি আছে। চলতি মৌসুমে ওই জমিতে ফরিদ ঘাস চাষ করেছেন। পূর্ববিরোধের জেরে জোড়গাছা গ্রামের ছামেদ আলীর ছেলে ফকির গত ৯ আগস্ট থেকে ওই জমির ঘাস জোরপূর্বক কাটতে থাকেন। খবর পেয়ে ফরিদ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফকির প্রামানিককে ঘাস কাটতে নিষেধ করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা আবদুল মোমিন থানায় মামলা করেছেন। ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছ হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর