শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কলেজের তিন কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার রিভারভিউ আইডিয়াল কলেজে ২০২৩ সালে নিয়োগ পাওয়া হিসাবরক্ষক, নিরাপত্তাকর্মী ও ল্যাব সহকারীর নিয়োগ অবৈধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ১৫ আগস্ট কলেজের প্যাডে লিখিতভাবে তিনজনের নিয়োগ অবৈধ ও বাতিলের ঘোষণা করেন অধ্যক্ষ। নিয়োগ বাতিলকৃতরা হলেন হিসাবরক্ষক শাহাদত হোসেন, নিরাপত্তাকর্মী মেরাজুল ইসলাম ও ল্যাব সহকারী ফাহাদ হোসেন। লিখিত ঘোষণায় উল্লেখ করা হয়, ‘২০২৩ সালের ২৮ নভেম্বর কলেজ সভাপতি ফিরোজ ভুইয়া ও সদস্য নুর আলম আকন্দের নেতৃত্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৯ নভেম্বর সভাপতি ও সদস্যরা আমার (অধ্যক্ষ) বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর করে হিসাবরক্ষক পদে শাহাদত হোসেন এবং নিরাপত্তাকর্মী পদে মেরাজুল ইসলামের নিয়োগপত্র ও যোগদানপত্রে স্বাক্ষর নেন। কলেজে আসার পর ল্যাব সহকারী ফাহাদ হোসেনের নিয়োগ ও যোগদানপত্রে স্বাক্ষর নিয়ে জমা নিতে বাধ্য করেন।’ এ বিষয়ে জানতে কলেজ সভাপতির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তা বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর