সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
পোশাক শ্রমিকের মৃত্যু

বিচারের আশ্বাসে কাজে ফিরলেন ২০ হাজার শ্রমিক

নরসিংদী প্রতিনিধি

শ্রমিক মৃত্যুর জেরে তিন শতাধিক কারখানার ২০ হাজার আন্দোলনরত শ্রমিক কর্মবিরতি প্রত্যাহার করেছেন। গতকাল সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মোহাম্মদ রকিবুল আলমের মধ্যস্থতায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যকার সভায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। পরে সন্ধ্যায় শ্রমিকরা কাজে যোগ দেন।

সূত্র জানায়, গত মঙ্গলবার চৌয়ালার একটি টেক্সটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা যান। এর পর থেকে অন্য শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করে আসছিলেন। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় গতকাল সকালে নরসিংদীর চৌয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌয়ালা এলাকায় অনুষ্ঠিত সভায় সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মোহাম্মদ রকিবুল আলম, নরসিংদী জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মোহাম্মদ মাহফুজ এবং টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। চৌয়ালা শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু আলী খান বলেন, সেনাবাহিনীর মধ্যস্থতায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

সর্বশেষ খবর